ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপনে পারমাণবিক পরীক্ষা চীনের

নভেল করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মহামারির সৃষ্টি হয়েছে। এর মধ্যে সব থেকে খারাপ অবস্থায় আছে আমেরিকা। প্রথম থেকেই করোনাকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হলেও নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেননি ট্রাম্প। এই সমস্যা কাটিয়ে উঠলে শি জিনপিংয়ের বিরুদ্ধে যে তিনি পদক্ষেপ নেবেন তাও নিজের হাবভাবে স্পষ্ট করে দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে টানাপোড়েন যখন লেগেই আছে, ঠিক তখনই চীন লুকিয়ে মাটির তলায় কম মাত্রার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে বলে অভিযোগ উঠল। সম্প্রতি আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পরই প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে সারাবিশ্বে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০১৯ সালে জিংঝিয়াং প্রদেশের লুপ নুর লেকের মাটির নিচে অনেকগুলো কম মাত্রার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে চীন।

এছাড়া জানা যায়, জিরো ইয়েল্ড নামে পরিচিত কম মাত্রার এই পরমাণু বিস্ফোরণে বেশি শব্দ হয় না। তৈরি হয় না কোন চেন রিঅ্যাকশনও। তাই সবার আড়ালে এই পরীক্ষা চালালে বিশ্বজুড়ে হইচই হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাই তারা এই পথ বেছে নিয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন