ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়াল যুক্তরাষ্ট্র

সারা বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে সবার শীর্ষে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের টালি’র তথ্য অনুযায়ী প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।

দেশ কখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তা সতর্কভাবে বিবেচনা করছেন ঠিক তখনই যুক্তরাষ্ট্র এই মহামারীতে মৃত্যুর সংখ্যায় শীর্ষস্থানে পৌঁছে গেল।

রয়টার্সের টালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৬০০ জন জানানো হলেও শনিবার গভীর রাত নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৯ হাজার ৮৮২ জন বলে দেখা যায়।

এদিকে, ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে আবির্ভূত হওয়া নভেল করোনাভাইরাস সাড়ে তিন মাসের মধ্যেই বিশ্বব্যাপী লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে ১৭ লাখেরও বেশি।

সব দেশকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রই বিশ্বের শীর্ষে রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ঘরবন্দি আদেশ, যা অধিকাংশ আমেরিকানকে বাড়িতে অবস্থান করতে বাধ্য করছে। যদি ৩০ দিন পর এই আদেশ তুলে নেওয়া হয় তাহলে গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন