শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁদুড়ের শরীরে নতুন ৬ ধরনের করোনাভাইরাসের সন্ধান!

বাঁদুড়ের শরীরে আরও ছয় ধরনের নতুন করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন মিয়ানমারের বিজ্ঞানীরা। তবে এই ভাইরাসগুলো বাঁদুড়ের শরীর থেকে মানুষসহ অন্য প্রাণীর মধ্যে ছড়াতে পারে কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। লাইভ সায়েন্স অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে বিজ্ঞানীরা বাঁদুড়ের মধ্যে ওই নতুন ছয় ধরনের করোনাভাইরাস খুঁজে পেয়েছেন। প্রাণী থেকে ক্ষতিকর কোন কোন ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে তা জানতেই গবেষণাটি চলছে। এতে অর্থায়ন করছে খোদ মিয়ানমার সরকারই।

মিয়ানমারের গবেষকরা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১১ প্রজাতির ৪৬৪টি বাঁদুড়ের লালা ও মল সংগ্রহ করেন। এবং তিন প্রজাতির বাঁদুড়ের শরীরে নতুন করোনাভাইরাসগুলো খুঁজে পান। তবে নতুন এই করোনাভাইরাসগুলো মানুষ কিংবা অন্যান্য প্রাণীর মধ্যে ছড়াতে পারে কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন মিয়ানমারের গবেষকরা।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

সংবাদটি শেয়ার করুন