মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত লকডাউন তুলে নিলে অবস্থা ভয়াবহ হবে : ডব্লিউএইচও

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনসহ জারি করা বিধিনিষেধ যদি দ্রুত তুলে নেওয়া হয় তাহলে অবস্থা ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, লকডাউন প্রত্যাহার করলে আবারও বেড়ে যেতে পারে করোনাভাইরাসের সংক্রমণ।

শুক্রবার ডব্লিউএইচও’র প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিউসুস জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন এই হুঁশিয়ারি দেন।

ড. টেড্রোস বলেন, অতি দ্রুত বিধিনিষেধ প্রত্যাহার করা হলে ভাইরাসটি ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে। যদি উপযুক্ত ব্যবস্থাপনা না হয় তাহলে এই পথ হবে বিপজ্জনক।

জানা যায়, স্পেনে নির্মাণ ও উৎপাদনমুখী কারখানা খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এবং কিছু সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে ইতালি।

এইসব দেশকে উদ্যেশ্য করে ড. টেড্রোস বলেন, লক্ষ্য করা যাচ্ছে, ইউরোপের কিছু দেশে (স্পেন, ইতালি) এই মহামারি আগের তুলনায় কিছুটা শ্লথগতিতে বিস্তার করছে। তবে এমন পরিস্থিতিতে লকডাউন, কারফিউ এর মতো কড়াকড়ি ব্যবস্থা শিথিল করলে এই সংক্রমণের ভয়াবহ পুনরুত্থান ঘটতে পারে। এ ব্যাপারে দেশগুলোকে সতর্ক থাকা উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তিনি আরও বলেন, করোনার কারণে আরোপিত বাধানিষেধ কীভাবে শিথিল করা যায় বিষয়ে করণীয় ঠিক করতে দেশগুলোর সঙ্গে কাজ করছে হু। তবে এতে তাড়াহুড়ো করা মোটেও ঠিক হবে না।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  একদিনে ২ লাখ করোনা টেস্ট করে ভারতের রেকর্ড

সংবাদটি শেয়ার করুন