ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ১০১ বছরের বৃদ্ধ

করোনার তাণ্ডবে সারাবিশ্ব যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই তুফানের মাঝেও আশার আলো দেখালেন ইংল্যান্ডের ১০১ বছরের এক বৃদ্ধ। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসাকর্মীদের সাথে তার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবিটি পোস্ট করার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।

কেইথ ওয়াটসন নামের ওই বৃদ্ধ বলেন, তিনি এখন ভাল আছেন। দুই সপ্তাহ ধরে করোনার সাথে লড়াই করেছেন তিনি। গত বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, প্রথমে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। এরপর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার বেশ জ্বর আসায় চিকিৎসাকর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা নেয়।

কোভিড-১৯ এ বয়স্করাই হুট করে আক্রান্ত হন এবং তাদের এ রোগে মারা যাওয়ার ঝুঁকিও অন্যদের তুলনায় অনেক বেশি- স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তারা বরাবরই একথা বলে আসছেন এবং বয়স্কদের বিশেষভাবে সাবধান করেছেন। এর মধ্যেই চমক দেখালেন ১০১ বছরের ওয়াটসন। এ বয়সেও একজন যোদ্ধার মতো তিনি জয় করেছেন করোনাভাইরাসকে।

আনন্দবাজার/তাতা

সংবাদটি শেয়ার করুন