ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সবধরনের ভিসা বাতিল করলো ভারত

ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত সব মিলিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতালি ফেরত ভারতীয় প্রবাসী। এই পরিস্থিতিতে দেশটিতে সব ধরনের ভিসা বাতিল করেছে দেশটির সরকার।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে। এর পরপরই বুধবার রাতে সব ধরণের ভিসা বাতিলের ঘোষণা আসে ভারত সরকারের পক্ষ থেকে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সবধরণের ভিসা বন্ধ এবং বাতিল করা হয়েছে। তবে কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসার আওতাধীনরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আগামীকাল শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর হবে।

 

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন