চীনে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক ব্যবসা-বাণিজ্য। এই ভাইরাসের প্রভাব পড়েছে এয়ারলাইন্সগুলোতেও। সম্প্রতি জানা গেছে, এই আতঙ্কে গত এক মাসে কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে গেছে। বিমান সংস্থাগুলোর প্রতিনিধিরা এই সমস্যার সমাধান খুঁজতেই বসছেন যুক্তরাজ্যে।
এই ব্যাপারে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, করোনা আতঙ্কে যাত্রী সংকটের কারণে গত এক মাসে শুধু ইউরোপের এয়ারলাইন্স গুলোর প্রায় ২৫ শতাংশ ফ্লাইট বাতিল করেছে এবং আগামী ১৬ থেকে ২৮ মার্চের মধ্যে আরও ১ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে ধারণা করছেন।
আরও পড়ুন : চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা
এই ভাইরাস আতঙ্কে বিভিন্ন দেশে পর্যটক এবং বাণিজ্যিক ভিসা স্থগিত করা হয়েছে। এবং সেই সাথে আরও নানা জটিলতায় বুকিং বাতিল করছেন যাত্রীরা। যার ফলে ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছেন এয়ারলাইন্সগুলো।
আনন্দবাজার/ এইচ এস কে