ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয়তায় ফেসবুকে আমি প্রথম, মোদি দ্বিতীয় : ট্রাম্প

জনপ্রিয়তায় ফেসবুকে শীর্ষে আছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এই দাবি করেন তিনি।

টুইটে ট্রাম্প লিখেছেন, এ আমার জন্য বড় সম্মান। সম্প্রতি মার্ক জাকারবার্গ বলেছেন, জনপ্রিয়তায় ফেসবুকে প্রথম স্থানে আছি আমি। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন দ্বিতীয় স্থানে।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তিনি গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন। গুজরাটে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেন, ভারত এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই জাতির বন্ধুত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে।

ট্রাম্পের এই সফরে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সন্ত্রাসবাদ রোধে যৌথ উদ্যোগ নেয়া আরও কিছু বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন