ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এ ভাইরাসে এখন পর্যন্ত চীনে ১৪ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন। যেখানে শনিবার একদিনেই দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৯০ জন। খবর: আল জাজিরা।

এদিকে করোনাভাইরাসের কারণে চীনের সঙ্গে এয়ারলাইন্সগুলো ফ্লাইট স্থগিত করে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। একই সঙ্গে করোনাভাইরাসের জন্মস্থান উহান শহর থেকেও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস নিয়ে পুরো বিশ্ব জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছে। গত শুক্রবার সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের যে সকল নাগরিক সম্প্রতি সময়ে চীন ভ্রমণ করেছে তাদের নিজ দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে আগামী সোমবার অথবা মঙ্গলবার নিজ দেশের নাগরিকদের ফেরানোর জন্য কাজ শুরু করছে রাশিয়ার সেনাবাহিনী।

গেল ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

সংবাদটি শেয়ার করুন