ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে সারাবিশ্বে জরুরি অবস্থা ঘোষণা

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সারা বিশ্বে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার জেনেভায় এক জরুরি বৈঠক করে এই ঘোষণা দেয় সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, করোনাভাইরাস এখন শুধু চীনের নয় বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের আরেকটি কারণ হলো এই ভাইরাস দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে।

এমন পরিস্থিতিতে গতকাল জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ফলে সারাবির্শ্বে সতর্কতা জারি করা হয়।

জানা যায়, ইতিমধ্যে চীন ব্যতীত ১৮ টি দেশের ৯৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তবে মারা যায়নি কেউই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুরো বিশ্বকে এখন সতর্ক হওয়া দরকার, প্রস্তুত হওয়া দরকার।

আনন্দবাজার/ টি এস পি

 

সংবাদটি শেয়ার করুন