ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতারের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের পর নতুন উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করেছেন কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানি

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগপত্র গ্রহণ করেছেন শেখ তামিম এবং নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন তিনি। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ খালিদ শপথ গ্রহণ করেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি নতুন প্রধানমন্ত্রীর। একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের কোনো কারণ এখনো জানা যায়নি।

এর আগে ২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পূর্বে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন