ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক আদালতের আদেশ প্রত্যাখান করলো মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে চারটি আদেশ দিয়েছে মিয়ানমারকে। সেই আদেশ প্রত্যাখ্যান করেছে দিয়েছে মিয়ানমার।

গতকাল মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় আইসিজে। রোহিঙ্গাদের গণহত্যা থেকে সুরক্ষা দিতেই এই আদেশ আইসিজের। মিয়ানমারের জন্য এগুলো মেনে চলা বাধ্যতামূলক। মিয়ানমার এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে না কোন আন্তর্জাতিক বিচার আদালতে।

আদেশগুলো হচ্ছে :

১। গণহত্যাসহ সব ধরনের নিপীড়ন থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়া।

২। রোহিঙ্গাদের বিরুদ্ধে কোন ধরণের সামরিক আধা সামরিক অথবা এই জাতীয় কোন সংস্থা এমন কোন ব্যবস্থা বা কাজ করবে না যাতে মিয়ানমারে চলমান পরিস্থিতির আরো অবনতি ঘটে।

৩। গণহত্যার কোনো আলামত নষ্ট না করা।

৪। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিষয়ে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে সেই সংক্রান্ত প্রতিবেদন প্রতি ৬ মাস অন্তর অন্তর আন্তর্জাতিক আদালতের কাছে পেশ করতে হবে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজের অন্তবর্তী আদেশে। এছাড়াও তারা বলেন, পরিস্থিতির বিকৃত চিত্র তুলে ধরেছে এই আদেশ।

রাখাইনে কোনো ধরনের গণহত্যার আলামত খুঁজে পায়নি মিয়ানমারের গঠিত ইনডিপেনডেন্ট কমিশন অব ইনকোয়ারি আইসিওই। দেশটির স্বাধীন কমিশন স্বীকার করেছে, রাখাইনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

মিয়ানমার মানবাধিকার সংগঠনেরও সমালোচনা করে বলে, মানবাধিকার সংগঠনের নিন্দার কারণে অনেক গুলো দেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে রাখাইনের উন্নয়ন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন