ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে ১১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের কারণে আলাবামা, লুইজিয়ানা ও টেক্সাসসহ দেশটির বেশ কয়েকটি রাজ্যে বন্যার সৃষ্টি হয়েছে।

তীব্র ঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুতহীন অবস্থায় আছে লাখো মানুষ। এছাড়াও সেখানে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন বলা হয়েছে, শনিবার বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানবে বলে সতর্কতা জারি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আলাবামা রাজ্যটি।

বন্যার পানির জন্য শিকাগোর দুটি প্রধান বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া মিসৌরি, ওকলাহোমা ও আরকানসাসে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

ঝড়ে দেশটির মধ্য পশ্চিমাঞ্চলে বরফ ও তুষারের উপস্থিতি থাকবে বলে আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন