ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েই চলছে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি

বেড়েই চলছে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মতো ব্যাংক অব ইংল্যান্ডও এক বছরের বেশি সময় ধরে নীতি সুদহার বাড়িয়ে চলেছে। এই যুদ্ধে ফেড সফলতা পেলেও ব্যাংক অব ইংল্যান্ড এখনও সাফল্য পায়নি। দেশটিতে গত জুনে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯। অথচ একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে তা ছিল ৫ দশমিক ৫ আর যুক্তরাষ্ট্রে ৩ শতাংশ।

উন্নত দেশগুলো গত দেড় বছরে যে ধরনের বিপদের মুখে পড়েছে, তার মধ্যে সবচেয়ে বাজে ধরনের প্রতিকূলতা মোকাবিলা করছে যুক্তরাজ্য। জ্বালানি ও খাদ্যমূল্য ছাড়া অন্যান্য পণ্যের মূল্যস্ফীতিও যুক্তরাজ্যে অনেক বেশি। কোর ইনফ্লেশন সূচক হিসাবে পরিচিত এই সূচক এখন গত ৩০ বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে।

এদিকে আরেক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০২৩ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে আছে যুক্তরাজ্য ও জার্মানি।

মহামারির আগের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। অথচ একই জায়গায় যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অর্থাৎ মহামারির আগের সময়ের তুলনায় এখনও তাদের প্রবৃদ্ধি হয়নি। সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন