সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ

আজ মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রমতে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের এনলং কাউন্টির গুয়াংলং কয়লা খনিতে মঙ্গলবার ভোরে কাজ করছিলেন ২৩ জন শ্রমিক।

২৩ জনের মধ্যে ১৪ জনই  প্রাণ হারিয়েছেন এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত দুই শ্রমিক আটকা আছেন।

স্থানীয় কর্তৃপক্ষ থেকে জানা যায়, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। পাশাপাশি এ ঘটনার তদন্তও করা হচ্ছে।

চীনে খনিতে বিস্ফোরণের ঘটনা কোনো নতুন খবর নয়। কিছুদিন আগে নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত এবং ৯ জন আহত হয়েছিলেন।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বেডে লাশের সারি, পাশেই করোনা রোগীদের চিকিৎসা!

সংবাদটি শেয়ার করুন