ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বব্যাপী সংঘাতে ১০ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত’

জাতিসংঘের শরাণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া সংঘাত ১০ কোটির বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে। সংস্থাটি জানায়, এবারই প্রথম বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল।

আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

জাতিসংঘের শরাণার্থী বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে জানান, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা একশত মিলিয়ন মানে ভয়াবহ এবং তা একইসঙ্গে দুঃখজনক ও উদ্বেগজনক।

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, এই সংখ্যা সবাইকে জাগ্রহ হয়ে ধ্বংসাত্মক এই সংঘাত ঠেকানো, বিচারপ্রক্রিয়া শেষ করা এবং নিরীহ মানুষকে জোরপূর্বক নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য করার পেছনের কারণ খুঁজে বের করে সমস্যা সমাধানের দাবি জানায়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন