ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের ৯০ শতাংশ জনগণ দারিদ্র কবলিত হবে

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতে থাকলে ৯০ শতাংশ ইউক্রেনীয় দারিদ্র কবলিত হবেন বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। আজ রবিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

জাতিসঙ্ঘের উন্নয়ন বিষয়ক প্রোগ্রাম ইউএনডিপি জানায়, যদি অভ্যাহতভাবে ইউক্রেনে যুদ্ধ-সঙ্ঘাত চলতে থাকে ও যুদ্ধ যদি না থামে তাহলে দ্রুতই ৯০ শতাংশ ইউক্রেনীয় দারিদ্রের মুখোমুখি হবে।

দোহা ফোরামে ইউএনডিপির প্রশাসনিক পরিচালক আচিম স্টেইনার জানান, আমরা এ বিষয়টা লক্ষ্য করেছি যে ইউক্রেনের অধিকাংশ মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। ইউক্রেনের সরকার সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় দেশটির জনগনকে সহায়তা করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে আচিম স্টেইনার বলেন, কোটি কোটি বেকার মানুষের দেখভাল করা ইউক্রেন সরকারের জন্য একটি কঠিন কাজ। কারণ, এসব ইউক্রেনীয়রা যুদ্ধের কারণে কোনো উপার্জন করতে পারছে না।

তিনি আরও বলেন, ইউক্রেনে (পণ্য) সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে দেশটির অর্থনীতি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মৌলিক নাগরিক সেবা ব্যবস্থাও এখন আর কার্যকর নয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন