ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চার্জে রেখে মোবাইল ব্যবহারে যুবকের মৃত্যু

খুব শখের ব্যবহৃত জিনিষ স্মার্টফোন। কিন্তু এই শখের জিনিষই এখন হয়ে ওঠেছে মৃত্যুর কারণ। সম্প্রতি স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুতায়িত হয়ে থাইল্যান্ডে এক যুবকের প্রাণহানি ঘটেছে। বুধবার মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানা যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় চনবুরি এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, থাইল্যান্ডের পশ্চিমের চনবুরি এলাকায় নিজ বাসায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহার করছিলেন কিত্তিসাক মুনকিত্তি (২৮) নামের এক যুবক। এ সময় তার মা রিন্নাপর্ন মুনকিত্তি ঘরের কাজে সহায়তার জন্য ছেলেকে ডাকলেও ছেলের কোনো সাড়া পাননি তিনি।

ছেলের কক্ষে গিয়ে মা তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। পরে লাঠি নিয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হন। স্মার্টফোন দ্বারা বিদ্যুতায়িত হয়ে ২৮ বছরের এই যুবকের দুই হাত এবং কপাল পুড়ে গেছে।

থাইল্যান্ডের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালের দিকে নিজের স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় কিত্তিসাক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

কিত্তিসাকের মা রিন্নাপর্ন জানান, প্রথমে ছেলেকে তার নাম ধরে ডেকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু তার ডাকে সাড়া না পেয়ে লাঠি নিয়ে এসে আঘাত করে হাত থেকে স্মার্টফোন সরিয়ে দেন।

পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের প্রাণহানি ঘটেছে। তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন