শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনুষ্ঠিত হচ্ছে ব্যান্ড ফেস্ট, গাইবে ১৮ ব্যান্ড

আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে শুরু হওয়া ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের তেজগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে বসতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ব্যান্ড ফেস্ট।

৩০ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ব্যান্ড ফেস্ট এর কথা। এদিন সকাল ১১টা ৫ মিনিটে শুরু হবে এবারের ব্যান্ড ফেস্ট, চলবে বিকাল ৫টা পর্যন্ত। দেশের মোট ১৮টি ব্যান্ড দল গান গাইবে ফেস্টে। ১৮ ব্যান্ড দলের মধ্যে আছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল।

আইয়ুব বাচ্চুর হাত ধরে শুরু হয়েছিল এই আয়োজনটি/ ফাইল ছবি

এছাড়া সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, সারা দিনের আয়োজনটি চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিএমডব্লিউ কিনলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া

সংবাদটি শেয়ার করুন