ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ছাড়পত্র পেল ‘ন ডরাই’

অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘ন ডরাই’। পূর্বের ঘোষণা অনুযায়ী ২৯ নভেম্বর শুক্রবারেই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক তানিম রহমান অংশু।

এর আগে আপত্তিকর সংলাপ থাকার অভিযোগে চলচ্চিত্রটি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের নীতিমালা মেনে পরিবর্তন করেই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ‘ন ডরাই’ এর নির্মাতা।

তানিম রহমান অংশু বলেন, সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তবে সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ী আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। যদিও কারেকশানগুলো খুব বেশি না, ছবির সৌন্দর্য যেন নষ্ট না হয় সেভাবেই আমরা দর্শকের সামনে ‘ন ডরাই’ উপস্থাপন করতে পারবো বলে আশা রাখছি।

আপত্তিকর সংলাপের অভিযোগে ছাড়পত্র না দিলেও সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ‘ন ডরাই’ বেশ প্রশংসিত হয়েছিল। বিশেষ করে গল্প ও নির্মাণের জন্য বোর্ডের সকলেই এর ভূয়সী প্রশংসা করেছিলেন।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘ন ডরাই’ খুবই চমৎকার একটি ছবি। সেন্সর বোর্ডে প্রথমবার প্রদর্শনের পর সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। যেহেতু চট্টগ্রামের লোকাল ভাষায় নির্মিত হয়েছে ‘ন ডরাই’, তাই এই ছবির কিছু ‘স্পেসিফিক’ সংলাপ চট্টগ্রামের বাইরের জেলার মানুষের কাছে অশালীন লাগতে পারে। একথা ভেবেই বোর্ড মিটিংয়ে কিছু সংলাপের ব্যাপারে প্রযোজকের কাছে আপত্তি জানানো হয়।

তিনি আরো বলেন, চিঠির মাধ্যমে তাদের জানানো হয়, অশালীন সংলাপগুলো যেন ফেলে দেয়া হয় কিংবা মিউট করে দেয়া হয়। তো সেভাবেই আবার তারা ছবিটি জমা দিয়েছেন। রবিবার সেন্সর বোর্ড আবার ছবিটি দেখে কিছু নির্দেশনা দিয়ে ছবিটিকে ছাড়পত্র দিয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন