ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য’

বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য 

মহামারী করোনাভাইরাস পরিস্থিতে সিনেমা হল বন্ধ, এতে দর্শকের মাঝে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখার অভ্যাস গড়ে উঠেছে। ফলে দর্শকদের পুরো বিশ্বের সিনেমার মান সম্পর্কে ধারণা হয়েছে। তাই টিকে থাকতে হলে ভারতীয় ছবির মানও আরও ভালো করতে হবে বলে মন্তব্য করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেছেন, বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য। বিশেষ করে ফর্মুলেটিক ছবিগুলো। ওটিটি প্ল্যাটফর্মকে ধন্যবাদ দর্শকদেরকে পুরো বিশ্বের মানসম্মত সিনেমা দেখার সুযোগ করে দেয়ার জন্য। আশা করছি নির্মাতারা কিছু শিখতে পেরেছেন।

তিনি আরও বলেন, মানুষ মনে করে সিনেমা মানে শুধু নায়ক, নায়িকা আর ছয়টি গান। নায়িকার ভূমিকা শুধু নায়কের প্রেমে পড়া। এই ধারণা থেকে বের হয়ে আসা জরুরী ছিল।

ওয়েব প্ল্যাটফর্মগুলো সাহসের সাথে নতুন নতুন গল্পের সিনেমা দর্শকের কাছে পৌঁছে দেয়ার এই প্রয়াস চালিয়ে যাবে বলে আশা করেন নওয়াজ। তবে তিনি মনে করেন, কন্টেন্টের মানের বিষয়ে আরও সচেতন হতে হবে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন