ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অপূর্ব

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন এই অভিনেতা।

জানা গেছে, আজ বুধবার (১১ নভেম্বর) সকালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপূর্ব নিজেই জানান তার বাসায় ফেরার কথা। তিনি লিখেছেন, আল্লাহর অশেষ দয়ায় আমি বাসায় ফিরছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা বিভিন্ন ভাবে আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসার জোরেই আমার এই ফিরে আসা।

করোনায় আক্রান্ত হয়ে টানা ৮দিন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে আইসিইউতে ছিলেন তিনি। এমনকি সুস্থ হতে তাকে প্লাজমাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গেল ১ নভেম্বর করোনা পজিটিভ হওয়ার পর গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সাথে সাথে নেওয়া হয় আইসিইউতে। এরপর শরীরে দেওয়া হয় প্লাজমা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন