ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাকসুদ ও ঢাকার নয়া অ্যালবাম ‘গ্লোবাল বাউলিয়ানা’

তিন বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিল ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। গত কয়েকটি অ্যালবামের মতো এখানেও থাকছে বিদেশি শিল্পী। ১৯৯৭ সালে মাকসুদ ও ঢাকার প্রথম অ্যালবাম ‘প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ’ আর দ্বিতীয় অ্যালবাম ‘ওগো ভালোবাসা’ বেরিয়েছিল ১৯৯৯ সালে এরপর প্রকাশিত হয়েছিল ‘শব্দচিত্র’ অ্যালবামটি।

সংগীতশিল্পী মাকসুদুল হক জানিয়েছেন, তাদের চতুর্থ অ্যালবাম প্রস্তুতির পথে। নাম ‘গ্লোবাল বাউলিয়ানা’। যেখানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও সামাজিক পরিবেশকে প্রাধান্য দেওয়া হবে। গত তিন বছর ধরে গবেষণা আর সঙ্গীতের কাটাছেঁড়ার মধ্য দিয়ে এই অ্যালবামের কাজ করে আসছেন ব্যান্ড সদস্যরা।

এরই মধ্যে ৯টি গানের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। যেখানে থাকবে জ্যাজ, ব্লুজ, রেগে, ফোক ও শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া।

মাকসুদুল হক আরও জানিয়েছেন, অ্যালবামের ব্যান্ড সদস্যদের পাশাপাশি সিজে রেসি, এলিটা করিম, শুসারাত, জাহানসহ দেশ-বিদেশের কয়েজন মিউজিশিয়ান অতিথি হিসেবে কাজ করেছেন। এ ছাড়া এ আয়োজনে থাকছে ফকির লালন শাহ, বব মার্লে, আজম খানসহ কয়েকজনের শান্তির বার্তা।

গ্লোবাল বাউলিয়ানা প্রকাশের আগে এর তিনটি গানের ভিডিও প্রকাশ করা হবে। এরপর অ্যালবাম প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে ।

 

আনন্দবাজার/বাবলু

সংবাদটি শেয়ার করুন