ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রীতিলতা’ সিনেমায় কবির সুমনের গান

কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক কবির সুমন প্রথমবারের মতো ঢাকাই সিনেমার কোনো গানে কণ্ঠ দিচ্ছেন। ‘প্রীতিলতা’ সিনেমার জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’ শিরোনামে গানটিতে নতুন করে কণ্ঠ দিচ্ছেন এই শিল্পী।

আজ (৮ অক্টোবর) বৃহস্পতিবার সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিদ পলাশ বলেন, ‘কবীর সুমন দাদা আমাকে জানিয়েছেন, তিনি প্রথমবার বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন। আর এমন একটি সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে তাঁর গর্ব হচ্ছে।’

এদিকে এক ভিডিও বার্তায় কবীর সুমন জানিয়েছেন, ‘কিছুদিন আগে বাংলাদেশ থেকে রাশিদ পলাশ আমাকে ফোন করেন এবং জানান যে তাঁরা কয়েকজন মিলে শহীদ প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন। আমাকে একটি গান করতে বলেন। আমি প্রীতিলতা চলচ্চিত্রের জন্য গানটি স্বকণ্ঠে গেয়ে দেবো। আমাকে এই গানটির জন্য স্মরণ করায় গর্ববোধ করছি।

টিম প্রীতিলতা নামে যে সংগঠনটি এই মুভিটা করছে, আমি এখন থেকে টিম প্রীতিলতারই একজন সদস্য। আমি প্রাণখুলে চাই ছবিটা সার্থক হোক। লোকে ছবিটা দেখুক।’

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন