বাংলাদেশের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ – ২০১৮ এর সেরা দশে ছিলেন আফরিন লাবনি। মাধুর্যপূর্ণ ব্যবহারের জন্য পেয়েছেন ‘মিস বেস্ট বিহেভিয়ার’ এ্যাওয়ার্ড। অল্পের জন্য সেরা হওয়ার সুযোগ হাতছাড়া হলেও দমে যাননি লাবনি। নিজেকে আরও একবার প্রতিষ্ঠিত করার লক্ষেই এগিয়ে যাচ্ছেন তিনি।
এরইমধ্যে প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর কন্ঠে গাওয়া ‘তোমার জন্য আজ সেজেছি আমি গানে’। পাশাপাশি করেছেন অনেক ফ্যাশন শো। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কয়েকটি সিনেমাতে।
আফরিন লাবনি বলেন, ছোটবেলা থেকেই প্রচন্ড শেখার আগ্রহ তার। তারই রেষ ধরে আজকের এই অবস্থানে তিনি। ছোটবেলা থেকেই দৌড় প্রতিযোগিতা, সাঁতার, সাইক্লিং, স্কেটিং, বাইক চালানোয় পারদর্শী লাবনি। শুধু পারদর্শীই নয় ২০১৬ সালে বাংলাদেশ সাইকেল ফেডারেশন এর হয়ে একটানা ৩৭ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেজ ওয়ার্ল্ড বুকে লিখিয়েছেন বাংলাদেশের নাম। পাশাপাশি কারাতে শিখে অর্জন করেছেন ব্ল্যাক বেল্ট।
অভিনয়ের পাশাপাশি মানুষের পাশে দাড়াতে চান লাবনি। ইতোমধ্যেই পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পথশিশুদের পাশে হাজির হচ্ছেন নতুন পোশাক নিয়ে। একইসাথে বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলোর জন্যও কাজ করে যাচ্ছেন।
আফরিন লাবনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন। পাশাপাশি অভিনয় ও বিভিন্ন ফ্যাশন শো তে মডেলিং করে যাচ্ছেন। অভিনয়কে ঘিরে এখন সামনে এগিয়ে যাওয়াই তার একমাত্র লক্ষ্য।
আনন্দবাজার/শাহী