প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য দীর্ঘ ৩ মাস বন্ধ ছিল শুটিং। তবে এখন আবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) শুটিংয়ে ফিরেছে। ৮ জুন সকাল থেকে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু হয়েছে এফডিসিতে। এই তথ্য নিশ্চিত করেছেন, সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।
এদিকে সিনেমাটির প্রযোজক সেলিম খান বলেছেন, ‘বিক্ষোভ’র বেশ কিছু দৃশ্যের শুটিং বাকী ছিলো। অনুমতি পেয়েই শুটিং শুটিং করছি। আশা করছি মঙ্গলবারের মধ্যেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।
‘বিক্ষোভ’ সিনেমাটি বাংলাদেশের সড়ক আন্দোলন নিয়ে প্রযোজনা সংস্থা স্প্ল্যাশ মিডিয়া নির্মাণ করছে। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নবাগত শান্ত খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।
আনন্দবাজার/এস.কে