ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন খ্যাতিমান নাট্যকার রত্নাকর

করোনার প্রকোপে কাঁপছে সারা বিশ্ব। বাড়ছে একের পর এক রোগীর তালিকা এবং মৃত্যুর মিছিল। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেণ ভারতের প্রখ্যাত মারাঠি নাট্যকার এবং নাট্য ব্যক্তিত্ব রত্নাকর মাটকারি।

গেল সপ্তাহে তার করোনা্র সংক্রমণ ধরা পড়ে। গত রোববার রাতে মারা গেছেন এই বিখ্যাত নাট্যকার। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এই ব্যাপারে ভারতের সেভেন হিলস হাসপাতালের চিকিৎসক ডা. বি আদসুল বলেন, করোনা ধরা পড়ার পর রত্নাকর মাটকারিকে ভিক্রোলির গোদরেজ হাসপাতালে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।

তিনি পঞ্চাশের দশকে মুম্বাইয়ের মিডিয়া জগতে পথচলা শুরু করেন । তাঁর কর্মজীবনে মোট ৭০টি নাটক এবং দুটি উপন্যাস লিখেছেন। এছাড়া শিশুদের জন্যও ২২টি নাটক লিখেছেন এবং প্রবন্ধের তিনটি সংকলন করেছেন। লিখেছেন অনেক আত্মজীবনীও।

তাঁর কাজের জন্য তিনি পেয়েছেন সাহিত্য আকাডেমি এবং সঙ্গীত নাটক আকাডেমি পুরস্কার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন