ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ইরফান খান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খান। তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সম্প্রতি মায়ের মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন ইরফান খান। বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে কয়েক মাস আগেই ফিরেছেন দেশে। দেশেও নিয়মিত চিকৎসার মধ্যেই ছিলেন উপমহাদেশের জনপ্রিয় এই অভিনেতা। গত শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান তার মা সইদা বেগম।

করোনাভাইরাস প্রতিরোধে চলা লকডাউনের কারণে মাকে কাছে থেকে শেষবারের মতো দেখতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাকে শেষ দেখা দেখেছেন এই অভিনেতা। ধারণা করা হচ্ছে মাকে হারানোর শোকেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন ৫৩ বছর বয়সী ইরফান খান। বর্তমানে স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলে তার পাশে আছেন বলে জানা গেছে।

২০১৮ সালের শুরুতে ক্যান্সারের চিকিৎসা করাতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন ইরফান খান। দেড় বছরেরও বেশি সময় পরে দেশে ফিরে করেছেন ‘আংরেজি মিডিয়াম’ নামের একটি সিনেমা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন