মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন হলিউড অভিনেত্রী হিলারি

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটিশ হরর সিনেমা অভিনেত্রী হিলারি হিথ। ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর। হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যালেক্স উইলিয়ামস লিখেছেন, গত সপ্তাহে করোনাভাইরাসে আমার ধর্মমাতা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথ মারা গেছেন। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সফল তিনি।

মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন হিলারি হিথ। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি মুক্তি পায় ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে।

এছাড়া অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দান করে গেছেন তিনি।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ইরফান খান

সংবাদটি শেয়ার করুন