ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরের একমাত্র হিট ছবি ‘তানহাজি’

 ৯ বছর পর  কাজল-অজয় জুটি বেঁধে কাজ করে ছবি মুক্তির এক মাস পরেও মাতিয়ে রেখেছেন বলিউডে পাড়া। ২০১৯ সালটি বলিউডের জন্য দারুন বছর হলেও ২০২০ এর শুরুটা তেমন একটা সুখকর হয়নি। কারণ বছরের শুরুতে মুক্তি পাওয়া কোন ছবিই সফল হয় নি।

কিন্তু এর ব্যতিক্রম ঘটল অজয় দেবগণের মুক্তি পাওয়া শততম ছবি ‘‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’র এর ক্ষেত্রে। সিনেমা মুক্তির এক মাস পরেও ‘তানহাজি’ এখন পর্যন্ত আয় করেছে ২৬৬ কোটি রুপিরও বেশি।

আরও পড়ুন : শিক্ষকদের ভুলের মাশুল দিচ্ছে পরীক্ষার্থীরা

ছিবিতে কাজল-অজয় আরও অভিনয় করেছেন সাইফ আলি খান। ৪০০ বছর আগে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন মারাঠা বীরযোদ্ধা তানহাজি মূলত সেই কাহিনীর উপরেই নির্মাণ করা হয়েছে ছবি।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন