ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনায় অক্ষয় খান্নার নাচ

বলিউডের অভিনেতা অক্ষয় খান্না আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এক অ্যাকশন–ড্রামা ছবি ‘ধুরন্ধর’-এ পাকিস্তানি ডাকাত রেহমানের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ছে। তবে শুধু অভিনয় নয়, ছবির এক নাটকীয় নাচের মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অক্ষয়ের ভঙ্গিতে অনেকে দেখছেন বলিউডের প্রাক্তন সুপরিচিত অভিনেতা ও অক্ষয়ের বাবা বিনোদ খান্নার ছায়া। ১৯৮৯ সালে লাহোরে একটি চ্যারিটি অনুষ্ঠানে বিনোদ খান্না, রেখা, ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল। ভিডিওতে নাচের যে ভঙ্গিতে বন্ড খান্না কে দেখা যায়, তার সাথে অক্ষয়ের নাচের মিল রয়েছে।

বিনোদ খান্নার ভিডিওটি সম্প্রতি প্রকাশ্যে আসলে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার শুরু হয়।ফেসবুকের, অনেকেই মজা করে লিখেছেন, ‘বাপকে নকল করে বিখ্যাত ছেলে!’ আবার কেউ বলছেন, ‘বাবা–ছেলের নাচের স্টাইল একরকম হলেও নকল বলাটা ঠিক নয়, হয়তো তিনি ভিডিওটার অস্তিত্বও জানতেন না।’

ধুরন্ধর ছবিতে অক্ষয় খান্নার অভিনয় ভারত পাকিস্তান দুই দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপাল। ২ ০ ২ ৬ শে সিনেমাটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন