ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন লুকে জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সর্বদা নিজের অভিনয় ও স্টাইল দিয়ে আলোচনায় থাকেন। এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে ছবি দিয়েছেন। তার নতুন লুক একদম ভিন্ন এবং বেশ চমকপ্রদ।

এই ছবিগুলোতে দেখা যায়, জয়ার পরনে পাথরের জড়ানো ঝকঝকে লাল ব্লাউজ, সঙ্গে ধূসর রঙের জিন্স। এই ফিউশন স্টাইল একদিকে ঐতিহ্যের ছোঁয়া রাখছে, অন্যদিকে আধুনিকতার আভিজাত্য ফুটে উঠেছে।

তার স্টাইল আরও সম্পূর্ণ করেছে কপালের লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে স্টাইলিশ রোদচশমা। হাতে পরা পাথরের চুড়ি ও বালা পুরো লুককে দিয়েছে সমৃদ্ধি। তবে সবচেয়ে নজরকাড়া ছিল তার হাতে থাকা টুকটুকে লাল আপেল।

জয়া সেই আপেল দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন—কখনও হাতে ধরে, কখনও মাথায় ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে নিয়ে ছবি তুলেছেন। পোস্টে তিনি ক্যাপশনে লিখেছেন, “আপেল হয়ো না।”

ভক্তরা কমেন্টে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন