ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা জুড়ে শাকিবের ‘তুফান’

কলকাতা জুড়ে শাকিবের ‘তুফান’

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’ এবার বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে দেখা যাবে। দেশের পাশাপাশি এবার শাকিব খানের সিনেমাটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে।

জানা গেছে, আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাবে ‘তুফান’।

সিনেমা মুক্তি উপলক্ষে বর্তমানে দেশটিতেই অবস্থান করছেন শাকিব। মুক্তির আগে কলকাতা শহরজুড়ে ‘তুফানে’র প্রচারণা চলছে। মেট্রোরেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে শাকিবের ‘তুফান’ সিনেমার পোস্টার।

আশা করা হচ্ছে, বাংলাদেশের মতো ভারতেও ‘তুফান’ কাঙ্ক্ষিত সাফল্য পাবে।

এদিকে কলকাতা প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের আয়োজনে প্রচারণায় অংশ নেবেন শাকিব খান। প্রিমিয়ার শোতেও থাকার কথা রয়েছে তার। শাকিব খানের সঙ্গে রয়েছেন পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেকে।

উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন