বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বুসান চলচ্চিত্র উৎসবে দেশের তিন চলচ্চিত্র

বুসান চলচ্চিত্র উৎসবে দেশের তিন চলচ্চিত্র

‘বুসান চলচ্চিত্র উৎসব’ এশিয়ার চলচ্চিত্র সংশ্লিষ্ট সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের নাম। এই উৎসবের ২৮ তম এই আয়োজনের এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে দুই নতুন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী ও বিপ্লব সরকারের সিনেমা।

ইকবাল হোসাইনের নির্মিত ‘বলী’ (দ্য রেসলার) সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। অন্যদিকে বিপ্লব সরকারের নির্মিত ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে।

এছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী, দ্য রেসলার’ও বিপ্লব সরকারের ‘আগন্তুক’। বুসান চলচ্চিত্র উৎসবের ২৮ বছরেরর ইতিহাসে এবারই প্রথম মূল প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে। দুটি ছবি নিয়ে আলোচনার পুরোভাগে বাংলাদেশ। বুসানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটিকে বলা হয়েছে বাংলাদেশের সিনেমা ইতিহাসের এক ‘অবিস্মরণীয় মুহূর্ত’ বা মোমেন্টাম হিসেবে।

বুসানের মুল প্রতিযোগিতা বিভাগে এর আগে প্রতিদ্বন্দ্বীতা করা বাংলাদেশের একমাত্র সিনেমা ছিল- ‘জালালের গল্প’। এবার মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে জাপান, ভারত ও থাইল্যান্ডের সিনেমা।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই উৎসব। এবার আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এ বছর মূল প্রতিযোগিতা বিভাগ ছাড়াও কিম জিসুক অ্যাওয়ার্ড বিভাগে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনা সংকটে ৮ কোটি অর্থ সহায়তা দিচ্ছেন জোলি

সংবাদটি শেয়ার করুন