বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকাই জামদানিতে বাঙালি সাজে রানী মুখার্জী!

ঢাকাই জামদানিতে বাঙালি সাজে রানী মুখার্জী!

ঢাকাই জামদানি শাড়ি পড়ে সরস্বতী পূজার দিন বাঙালি সাবেকি সাজে ধরা দিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী। তবে পূজার জন্য নয় বরং নতুন ছবির ফার্স্ট লুকের জন্যই নাকি এমন সাজ।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির লুক সরস্বতী পূজা উপলক্ষে প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা। ছবির লুক নিয়ে ইতোমধ্যেই হইচই। আদ্যোপান্ত বাঙালি বউমা সেজেছেন রানি, ঢাকাই জামদানি শাড়ি, কানের পাশে ফুল শুধু তাই নয় হাতে শাঁখা পলা সবই রয়েছে। সঙ্গে দুই খুদে। সম্ভবত, ছবিতে তার সন্তানের ভূমিকায় অভিনয় করছেন এই দুই পুঁচকে সদস্য।

ছবিতে একজন মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মা ঠিক কী কী করতে পারে, তাই দেখানো হবে এই ছবিতে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলছেন রানী।

রানী মুখার্জী এ প্রসঙ্গে জানিয়েছিলেন, ছবির গল্পটি অসাধারণ। ছবি প্রত্যেকটা মায়ের গল্প বলবে। আমি সমস্ত মায়েদের এই ছবি উৎসর্গ করতে চাই। চিত্রনাট্য শোনার পরেই এই ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন রানি। মার্চের ১৭ তারিখ রিলিজ করতে চলেছে এই ছবি। এতে রানির বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এবার হলিউডে টাইগার শ্রফ

সংবাদটি শেয়ার করুন