বক্স অফিস কাঁপানো উল্লেখযোগ্য সংখ্যক ছবি প্রতি বছরই বলিউড উপহার দিয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। ২০১৯ সালে সবচেয়ে ব্যাবসা সফল ছবিগুলো একনজরে চোখ বুলিয়ে দেখা যাক।
বক্স অফিসে রাজত্ব করা ছবির তালিকার প্রথমেই রয়েছে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ছবি ওয়ার। এখন পর্যন্ত ওয়ারের আয় ৩১৭ কোটি ৯১ লাখ রুপি। এর মধ্যে সবাইকে তাক লাগিয়ে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি তুলে নিতে সক্ষম হয় ২৩৮ কোটি ৩৫ লাখ রুপি। সিদ্ধার্থ আনন্দ নির্মিত ছবিটি দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের কারণে বেশি দর্শক টানতে সক্ষম হয়।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কবির সিং। শহীদ কাপুর অভিনীত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে ৭০ কোটি ৬৭ লাখ রুপি। ২১ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত এর মোট আয় ২৭৮ কোটি ২৪ লাখ রুপি।
সর্বোচ্চ আয়ের ছবির তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভিকি কুশল অভিনীত উরি ছবিটি। বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ছবিটির মোট আয় ২৪৫ কোটি ৩৬ লাখ রুপি।
বছরের মাঝপথে সালমান খানের দেশপ্রেমনির্ভর গল্পের ছবি ভারত বক্স অফিসে আয় করে প্রায় ২১১ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি ৪২ কোটি ৩০ লাখ রুপি আয় করে ‘বিগেস্ট ওপেনার’-এর খেতাব পায়।
২০১৯ সালের সেরা আয়ের ছবির তালিকার পঞ্চম স্থানে আছে অক্ষয় কুমারের মিশন মঙ্গল। ভারতের প্রথম মঙ্গলযাত্রার কাহিনীকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সবমিলিয়ে বছর শেষে এর মোট আয় ২০২ কোটি ৯৮ লাখ রুপি।
হাউজফুল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিও অক্ষুণ্ন রেখেছে ছবির মান। ফারহাদ সামজির কমেডি ড্রামাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ১২৯ কোটি ৩৫ লাখ রুপি। সবমিলিয়ে কিস্তিটির সর্বমোট আয় ছিল ১৯৪ কোটি ৬০ লাখ রুপি।
অক্ষয় কুমারের একাধিক ছবি এ বছর সেরা আয়ের ছবির তালিকায় ছিল। এ তালিকার সপ্তম স্থানে আছে তার অভিনীত কেশরি ছবিটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি এখন পর্যন্ত এর আয় করেছে ১৫৪ কোটি ৪১ লাখ রুপি।
উল্লেখযোগ্য সংখ্যক অভিনেতার সমন্বয়ে নির্মিত টোটাল ধামাল ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করেছিল ১৬ কোটি ৫০ লাখ রুপি। এখন পর্যন্ত এর মোট আয় ১৫৪ কোটি রুপি।
বছরের সেরা ছবির তালিকার ৯ নম্বরে রয়েছে ছিচ্চোর ছবিটি। নিতেশ তিওয়ারির নির্মানে সবমিলিয়ে ছবিটির আয় ছিল ১৫৩ কোটি রুপি।
সর্বোচ্চ আয়ের সেরা ১০ বলিউডি ছবির শেষ অবস্থানে রয়েছে হৃতিক রোশন অভিনীত সুপার ৩০ ছবিটি। আনন্দ কুমার নামের বিহারের এক অংকের শিক্ষককে নিয়ে এ ছবির কাহিনী গড়ে ওঠে ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করে ১১ কোটি ৮৩ লাখ রুপি। মুক্তির পর থেকে এ পর্যন্ত ছবিটি সর্বমোট ১৪৬ কোটি ৯৪ লাখ রুপি আয় করতে সক্ষম হয়।
আনন্দবাজার/শাহী