ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতিমা স্থাপন, পূজার্চনা, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) করিডরে এটি অনুষ্ঠিত হয়। উৎসবটি উপলক্ষে সকাল ৯ টায় প্রতিমা স্থাপন করা হয়। এরপর পূজার্চনা, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় বিদ্যার দেবী সরস্বতী দেবীর কাছে বিদ্যা প্রার্থনা করেন বিদ্যার্থীরা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণের সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. অরবিন্দ সাহাসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দূর্গা পূজা সার্বজনীন আর সরস্বতী পূজা শিক্ষার্থী ও শিক্ষার সঙ্গে সম্পৃক্ত মানুষের জন্য। আমি সবার কাছে অনুরোধ করব দেবীর নিকট বিদ্যা প্রার্থনার পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার প্রার্থনা করবেন