ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে সরস্বতী পূজা উদযাপিত

ইবিতে সরস্বতী পূজা উদযাপিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতিমা স্থাপন, পূজার্চনা, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) করিডরে এটি অনুষ্ঠিত হয়। উৎসবটি উপলক্ষে সকাল ৯ টায় প্রতিমা স্থাপন করা হয়। এরপর পূজার্চনা, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় বিদ্যার দেবী সরস্বতী দেবীর কাছে বিদ্যা প্রার্থনা করেন বিদ্যার্থীরা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সভায় অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণের সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. অরবিন্দ সাহাসহ  শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দূর্গা পূজা সার্বজনীন আর সরস্বতী পূজা শিক্ষার্থী ও শিক্ষার সঙ্গে সম্পৃক্ত মানুষের জন্য। আমি সবার কাছে অনুরোধ করব দেবীর নিকট বিদ্যা প্রার্থনার পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার প্রার্থনা করবেন

সংবাদটি শেয়ার করুন