চলতি মাসের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আলোচনা চলছে, একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে।
এসব তথ্য জানা গেছে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে। এ প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ জানান, এ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আগের সফরের সময় হিসাব করে তারা ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর অথবা প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। তবে পরে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় বাড়ানো হয়। সেজন্য ওই সময়ে ফলাফল প্রকাশ করা যাচ্ছে।
এর আগে গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হয়েছিল।
আনন্দবাজার/ টি এস পি