ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির সাত শিক্ষক

বশেমুরবিপ্রবির সমস্যা নিরসনে ইউজিসির নির্দেশনা

বিশ্বসেরা গবেষক তালিকায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষক। সম্প্রতি ২০২১ সালের গবেষণার উপর বিশ্বসেরা গবেষকদের নাম প্রকাশ করেছে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৪৯ জন স্থান পেয়েছেন।

তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হচ্ছেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম সোহাগ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মতিউর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান খান এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান।

কৃষি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমি আমেরিকা, চায়না, জার্মানিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কৃষি বিষয়ে গবেষণা করে এসেছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেকাংশে পিছিয়ে পড়তে হচ্ছে। আমেরিকা গিয়ে আবারও গবেষণার কাজ শুরু করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন বিশ্বমানের গবেষণা করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করছি, এটি দেখে অন্যান্য শিক্ষক উৎসাহিত হবেন।

প্রসঙ্গত, অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২১ অনুযায়ী ১২টি ক্যাটাগরিতে বিশ্বের মোট ১৩ হাজার ৫৩৪টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন