ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবির নজরুল হলে প্রভোস্ট নেই, ভোগান্তিতে শিক্ষার্থীরা

দুই মাসের অধিক সময় ফেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়নি। এতে হল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে ১৬০ জন আবাসিক শিক্ষার্থীকে।

জানা যায়, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী রানা শিক্ষাছুটিতে থাকায় ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো. এমদাদুল হককে দুই বছরের জন্য হল প্রাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব শেষ হয়। কিন্তু নতুন করে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

শিক্ষার্থীরা জানায়, গত ২৭ অক্টোবর ছাত্রাবাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের বাকি তিনটি হলে ডাইনিং চালু হলেও ডাইনিংয়ের জন্য পর্যাপ্ত জিনিসপত্র না থাকায় নজরুল হলে এখনো ডাইনিং চালু হয়নি। আর এসব জিনিসপত্রের ক্রয়ের জন্য হল প্রাধ্যক্ষের স্বাক্ষর প্রয়োজন হয়।

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ইয়াসিন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা হলের প্রভোস্ট না থাকার বিষয়টা দুঃখজনক। প্রভোস্ট না থাকার জন্যই হলের নানা বিষয়ে আমাদের সমাধানে বেগ পেতে হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ডায়নিং চালু হলেও আমাদের হলে এখন পর্যন্ত চালু হয়নি। দ্রæত হলে প্রভোস্ট নিয়োগ দেয়ার দাবি জানান তিনি।

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট না থাকা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম খুলেছে মাত্র। বিষয়টা দেখছি। সবার সঙ্গে আলোচনা করে দ্রæত প্রভোস্ট নিয়োগ করা হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন