৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আজ সোমবার প্রথম শিফটে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং দ্বিতীয় শিফটে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়। এই দুই বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ৯ হাজার ৭৯৬ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৩৩ জন।
এছাড়া, নকল করার অভিযোগে বরিশাল ও কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ডের প্রধান সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এ দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল, যা কাম্য নয়।
প্রথম শিফটে ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার অংশ নেয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন উপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৭৩৩ জন।
দ্বিতীয় শিফটে ৩ লাখ ২৯ হাজার ৮৭০ জন পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫০জন উপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮২০ জন।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
আনন্দবাজার/এম.আর