ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৯ হাজার

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আজ সোমবার প্রথম শিফটে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং দ্বিতীয় শিফটে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়। এই দুই বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ৯ হাজার ৭৯৬ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৩৩ জন।

এছাড়া, নকল করার অভিযোগে বরিশাল ও কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ডের প্রধান সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এ দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল, যা কাম্য নয়।

প্রথম শিফটে ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার অংশ নেয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন উপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৭৩৩ জন।

দ্বিতীয় শিফটে ৩ লাখ ২৯ হাজার ৮৭০ জন পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫০জন উপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮২০ জন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন