করোনা মহামারী পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষার পথে হাটছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৮ আগস্ট,২০২১ইং রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্টার মোহাম্মদ আব্দুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস জনিত মহামারির জন্য শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলা হয় যে, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ২০ আগস্ট থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হবে । পাশাপাশি, আগত পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বাড়িতে অবস্থানরত সব শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানকে অবহিত করতে বলা হয়।
উল্লেখ যে, করোনা মহামারী পরিস্থিতিতে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
আনন্দবাজার/শহক