ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালীন সময়ে ৪৭৭ গবেষণা সম্পন্ন করেছে বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালার উদ্বোাধন আগামী শনিবার অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপি ‘বাংলাদেশে করোনার প্রভাব মোকাবেলায় কৃষি বিষয়ক গবেষণার রুপান্তরকরণ’ শীর্ষক ওই বার্ষিক কর্মশালাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে ২০২০ সালে সম্পন্ন হওয়া বাকৃবির বিভিন্ন অনুষদের সর্বমোট ৪৭৭ টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হবে।

বৃহস্পতিবার সকালে বাউরেস আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক। সাংবাদিক সম্মেলনে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান সভাপতিত্ব করেন।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, কর্মশালায় গবেষণায় এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৭ জন গবেষককে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হবে।

এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৬ জন উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২১’ প্রদান করা হবে। এছাড়াও কর্মশালায় মোট ১৯ টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান প্রধান।

আনন্দবাজার/শাহী/মিরাজ

সংবাদটি শেয়ার করুন