ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ইবিতে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানব বন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় ‘ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’, ‘আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকেরা ভিতরে, আমরা কেন বাহিরে?’ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। দাবি না মানলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে হবে, বিভিন্ন শিক্ষাবর্ষের স্থগিত হওয়া পরীক্ষাগুলো রুটিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রদান নিশ্চিত করতে হবে। সব কিছু স্বাভাবিক চলছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তার মানে করোনাভাইরাস কি শুধু শিক্ষপ্রতিষ্ঠানে গিয়েই আশ্রয় নিয়েছে? দেশের সব এগিয়ে গেলেও আমরা শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছি। ফলে জাতির মেরুদণ্ড ভেঙে যাওয়া শুরু করেছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় আমরা কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

আনন্দবাজার/শাহী/তিতলি

সংবাদটি শেয়ার করুন