ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

চলমান করোনা পরিস্থিতিতে  দীর্ঘ ১৪ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ ২৪ মে,২০২১ইং রোজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চলমান ঘোষণা প্রত্যাহার করে অবিলম্বে একযোগে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানান।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, বর্তমান করোনা পরিস্থিতে সকল অফিস-আদালত, কলকারখানা খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন হুমকির সম্মুখীন। একইসাথে কর্মজীবনের প্রবেশের দীর্ঘসূত্রিতা বেড়েই চলেছে। যেখানে পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরার কথা ছিল, সেখানে বেকারত্বকে মেনে নেবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।
এসময় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস-পরীক্ষার সমলোচনা করার পাশাপাশি সরাসরি ক্লাসে ফেরার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার জন্য প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানান এবং তাঁর হস্তক্ষেপ কামনা করেন।
আনন্দবাজার/শাহী/আকীক

সংবাদটি শেয়ার করুন