ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিতে আয়োজিত হচ্ছে ‘স্বপ্নোত্থান চ্যারিটি কুইজ কম্পিটিশন – ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এবার সমাজের প্রান্তিক সম্প্রদায় বেদেদের জন্য আয়োজন করছে ‘স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ – ২০২১’। সমাজের এই প্রান্তিক সম্প্রদায়ের কাছে এখনো পৌঁছায় না সরকারি অনুদান। তারা এখনো এই সমাজের অনেকের কাছে অচ্ছুৎ। এই অনুষ্ঠানের অর্থ সংগ্রহের জন্য স্বপ্নোত্থান আয়োজন করছে ‘স্বপ্নোত্থান চ্যারিটি কুইজ কম্পিটিশন – ২০২১’ ।

কুইজ সবসময়ই জ্ঞানের এক উপযুক্ত মাপকাঠি। জ্ঞানচর্চার এই সুন্দর মাধ্যমের সাথে যদি এগিয়ে আসা যায় মানবসেবায়, তাহলে এই মাপকাঠি পায় পূর্ণতা। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থই খরচ করা হবে অসহায় ও দরিদ্র মানুষ গুলোর ইদ বস্ত্র বিতরণ এর পিছনে।

এই কুইজ প্রতিযোগিতা মোট চারটি সেগমেন্টে অনুষ্ঠিত হবে। সেগমেন্টগুলো হল:
★ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ
★ এনালিটিক্যাল (বুদ্ধিমত্তা)
★ খেলাধুলা
★ বাংলা ছায়াছবি

প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি সেগমেন্টের রেজিষ্ট্রেশন ফি সর্বনিম্ন ৫০ টাকা। কেউ চাইলে একাধিক সেগমেন্টেও অংশগ্রহণ করতে পারবেন।

প্রত্যেক সেগমেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের জন্য পুরষ্কার হিসেবে থাকবে মানবজীবনের শ্রেষ্ঠ বন্ধু ‘বই’।

রেজিষ্ট্রেশন ফর্ম লিংক: https:///forms.gle/2NDSmqBbWSgNgPD37

রেজিস্ট্রেশন ফি পাঠাতে পারবেন নিম্নে উল্লেখ করা নাম্বারগুলোতে।
বিকাশ: 01798339001
রকেট: 019374080682
নগদ: 01626925800

আপনার জ্ঞান চর্চার মাধ্যমে আপনিও এগিয়ে আসতে পারেন এই মহৎ উদ্যোগে। কুইজে অংশগ্রহণ করে আপনিও পারেন এই মানুষগুলোর ইদের উৎসবকে আনন্দময় করে তুলতে।

যেকোনো প্রয়োজনে: 01749623083, 01626925800
মেইল: swapnotthan@gmail.com

 

সংবাদটি শেয়ার করুন