ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইজিপি টেন্ডারের তথ্য ফাঁস, সন্দেহ দূর করার দাবি ইবি শাপলা ফোরামের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইজিপি টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে “ইজিপি টেন্ডারের তথ্য ফাঁস শিরোনামে প্রকাশিত” সংবাদের সন্দেহ দূর করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাঙালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

বুধবার (২৪ মার্চ) শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজিপি টেন্ডার প্রক্রিয়া আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও ইসলামী বিশ্ববিদ্যালয় মেগা প্রকল্প এই পক্রিয়ায় বাস্তবায়ন করে প্রশংসিত হয়েছে। গত ১৮ মার্চ ২০২১ হতে বিভিন্ন জাতীয় পত্রিকায় ইজিপির তথ্য ফাঁস শিরোনামে প্রকাশিত সংবাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাঙালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও প্রগতিশীলতায় বিশ্বাসী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের দৃষ্টি আকৃষ্ট করেছে। আমরা মনে করি এহেন সংবাদ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ইলেকট্রনিক ক্রয় প্রদ্ধতিটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে সকল সন্দেহের অবসান ঘটানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

আনন্দবাজার/শাহী/তিতলি

সংবাদটি শেয়ার করুন