ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইবির দুই হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হল ও লালন শাহ হলের নতুন প্রাভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় সাদ্দাম হোসেন হলে ও বেলা ১২টায় লালন শাহ হল প্রাভোস্টের কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত (২২ মার্চ ২০২১) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের এই পদে নিয়োগ প্রদান করেছেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আতিকুর রহমান, নবনিযুক্ত প্রভোস্ট বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।

আনন্দবাজার/শাহী/তিতলী

সংবাদটি শেয়ার করুন