ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৩তম সভা অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি বোর্ডের ৪৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনে সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

এতে ট্রাস্টি বোর্ডের ৪২তম সভার কার্যবিবরণীর উপর আলোচনা ও অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের চাকুরী নীতিমালা-২০২০ এর চূড়ান্ত অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের ডিক্লারেশন অব ট্রাস্টি দলিলে সম্মানিত নতুন ট্রাস্টি সদস্যদের নাম অন্তর্ভুক্তিকরণে সিদ্ধান্ত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার ড. এস, তাসাদ্দেক আহমেদ এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।

এছাড়া ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে কাজী ফজলুর রহমান, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রউফ, ওয়ালিউল ইসলাম ও শিরিন পারভীন হক অনলাইনে অংশ নেন।

আনন্দবাজার/শাহী/আশিকুর

সংবাদটি শেয়ার করুন