ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যথাযথ মর্যাদায় শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়।

রবিবার ২১শে ফেব্রুয়ারি সকাল ০৮ টা থেকে এ দিবসের কার্যক্রম শুরু হয়।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সকাল ৮:০০ টায় যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। সকাল ৮:১০ মিনিটে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার , সিন্ডকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগন, হল প্রভোষ্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্রসংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/দেলোয়ার

সংবাদটি শেয়ার করুন